মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর মধ্য বাজার আজিজ টাওয়ারের তৃতীয় তলায় জম কালো আয়োজন কেক কাটার মধ্যদিয়ে" স্টারশীফ ট্রাভেল" এর শুভ উদ্ভোধন করা হয়েছে ।
গত ২৮ নভেম্বর বুধবার রাত ৮টায় নারায়নপুর মধ্য বাজরের আজিজ টাওয়ার ভবনের তিন তলায় স্টারশীফ ট্র্যাভেল এর শাখা অফিস শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক রিপন সরকার ।
উদ্বোধনকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার সীপ ট্র্যাভেলস নারায়নপুর শাখার পরিচালক মো. সজীব মজুমদার। এ সময়ে তিনি অত্র ট্রাভেল থেকে সুবিধাভোগীগণ কি কি ধরণের সুবিধা পাবে যেমন বিমান টিকেট, স্টুডেন্ট ভিসা,চাকরী ভিসা,অনলাইন সেবাসমুহ,ই- পাসপোর্ট,মেডিকেল ভিসা,ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিংসহ,সকল ধরনের দেশ বিদেশের ট্রাভেলিং প্রসেসিংসমুহ নির্ভুল ও নিখুতভাবে এ প্রতিষ্ঠান থেকে কাজ করা কথা ব্যক্ত করেন। তিনি সকল সেবামুখী গ্রাহকদের কাজ সম্পাদনে সকলের সহযোগীতা ও অত্র প্রতিষ্ঠানে কাজ করার আহব্বান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়নপুরসহ বিভিন্ন এলাকার মো. সুজন খান, পারভেজ , সবুজ বকাউল , রাসেল বকাউল, তাহসিন খান , মাহমুদ ইউসুফ মিয়াদ , মেহেদী হাসান, মারুফ প্রধান, আবির প্রধান , ওমর ফারুক, জুবায়ের , মাহমুদ হাসান , শিহাব মিয়াজী, মোঃ সিহাব হোসেন , টাইগার সাকিব , তানভির প্রধান , মাঈনউদ্দিন নিলয় , নিলয় চৌধুরী , রোদ্র দেবনাথ একান্ত , রাব্বি বকাউল , রাকিব মিয়া, ছোটন পাটোয়ারী, ইব্রাহিম বকাউল প্রমুখ ।
শুরুতে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ প্রমূখ।
আপনার মতামত লিখুন :