• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:৪১ এএম
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী গ্রামে তার শশুড়ালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল-আমিন শশুড়ালয়ে আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে মধুপুর পৌরশহরের বোয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি জানান, গত ৪ আগস্ট মধুপুর বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে অনেককেই আহত করেন।এ বিষয়ে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।


Side banner
Link copied!