
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দগরপুর আঃ গনি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে জনাব মোঃ আব্দুল ওহাব দেওয়ানের উদ্যোগে। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ শাহ্ জাহান (বি.এ., বি.এড.), যিনি ২০০২ সালের ১লা এপ্রিল যোগদান করেন।
বিদ্যালয়ের ৩২৭ জন শিক্ষার্থী একটি পুরোনো ভবনে ক্লাস করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ক্লাস পরিচালনা করছেন।
প্রধান শিক্ষক মোঃ শাহ্ জাহান জানান,“১৯৯৫ সালে নির্মিত এই ভবনটি এখন একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে আমরা শ্রেণিক্লাস চালিয়ে যাচ্ছি। আমাদের জন্য একটি নতুন ভবন অতি প্রয়োজন।”
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, নতুন ভবন নির্মাণ না হলে শিক্ষার পরিবেশ আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আপনার মতামত লিখুন :