• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:২২ পিএম
সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত মঞ্জু (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের সড়াই চন্ডি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

সদর থানা-পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির একটি হাত ও গলায় কাটা দাগ রয়েছে।

সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে ওই যুবককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মাথার পেছনে, ঘাড় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

তিনি আরও বলেন, মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) মোঃ মোখলেসুর রহামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে । 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!