
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে শহরের ৪নং ওয়ার্ডের উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র গোলাম রহিম খান এবং প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জননেতা মির্জা মোস্তফা জামান।
সভায় মির্জা মোস্তফা জামান বলেন, যত বাধাই আসুক, ফেব্রুয়ারির নির্বাচন জনগণের অংশগ্রহণেই হতে হবে।
বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফাই এখন দেশের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা।
তিনি আরও বলেন, জনগণ জানে না ‘পিআর’ কী— অথচ একটি মহল সেটিকে রাজনৈতিক বিভ্রান্তির হাতিয়ার করছে। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতি করে; বিভ্রান্তির নয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি দোয়া প্রার্থনা করেন এবং বলেন ৩১ দফায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটেছে। এর মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতি দমন ও নাগরিক অধিকারের নিশ্চয়তা।
তিনি যোগ করেন, দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি সেই জনগণের আশার প্রতীক— আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। তাঁরা আহ্বান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। স্থানীয় দোকানপাট ও পথচারীদের অনেকে আগ্রহভরে লিফলেট গ্রহণ করে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানান। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
কর্মসূচির শেষে নেতারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাব এর সদস্য ডাঃ আব্দুল আজিজ, উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, মহিলা দলের নেত্রী কলি।
শ্রমিক নেতা নাঈম, যুবনেতা সুরুজ্জামান, হাবীব, পাপ্পু প্রমুখ।
পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার।
আপনার মতামত লিখুন :