• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

শরীয়তপুর আদালতে হাজিরা শেষে হামলার শিকার হলেন মামলার বাদী


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:০৮ পিএম
শরীয়তপুর আদালতে হাজিরা শেষে হামলার শিকার হলেন মামলার বাদী

শরীয়তপুর আদালতে হাজিরা শেষে বিবাদী পক্ষের  আসামিরা ক্ষিপ্ত হয়ে চক্রান্তের মাধ্যমে মপ সৃষ্টি করে মামলার বাদী আমানুল্লাহ বেপারী  (৭৫) কে সন্ত্রাসী কায়দায় হামলা করে।গত ৪ নভেম্বর ২০২৫ শরীয়তপুর আদালতে  বাদী বিবাদী হাজিরা শেষে বেলা ১২:৩০ টার দিকে  বিবাদী আসামিরা কামাল বেপারী(৩৫),সজীব বেপারী,ওহাত বেপারী, ইউসুফ ব্যাপারী সুজন বেপারী সহ আরো ১০ থেকে ১২ জন মপ সৃষ্টি করে  সন্ত্রাসী কায়দায় সাবেক এসপি   অফিসের অপর পাশে এডভোকেট জসিম উকিলের চেম্বার এর সামনে    মামলার  বাদী আমানুল্লাহ বেপারীকে ছিনতাইকারী শব্দ উচ্চারণ করে   হত্যার উদ্দেশ্যে হামলা করে  আহত করেন।শরীয়তপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন  অবস্থায় বাদী আমানুল্লাহ বেপারী গণমাধ্যমকে জানান, গেল কুরবানী ঈদের পরের দিন আসামিরা  গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি   ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরমাজাইয়া  গ্রামে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বসতঘর ভেঙ্গে দিয়ে জোরপূর্বক জায়গা দখল করার সময় আমার স্ত্রী তাসলিমা বেগম সন্ত্রাসীদেরকে বাধা দিলে দেশীয় ধারালো  অস্ত্র দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।আমার স্ত্রীকে মারাকে কেন্দ্র করে সন্ত্রাসীদেরকে আসামি করে গোঁসাইরহাট থানায় মামলা দায়ের করি।আদালত থেকে স্বেচ্ছায়  মামলা উত্তোলন করার জন্য এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। বাদী পক্ষের উকিল অ্যাডভোকেট জসিম উদ্দিন গণমাধ্যমকে  বলেন মামলার বাদী  আমানুল্লাহ বেপারী আদালতে হাজিরা শেষে  আমার চেম্বারের সামনে আসলে মামলার আসামিরা মপ  সৃষ্টি করে ছিনতাইকারি   শব্দ উচ্চারণ করে হত্যার উদ্দেশ্যে হামলা করে। বিষয়টি শোনার পরে চেম্বারে এসে আসামিদেরকে আটক করি।আসামিপক্ষের উকিল  আমার চেম্বারে এসে মুশলেখার মাধ্যমে শর্তসাপেক্ষে এরকম অপ্রীতিকর  ঘটনা আর ঘটবে না এই শর্তে আসামিদেরকে ছাড়িয়ে নেন।তবে বিষয়টি একেবারে জঘন্য।মামলা নং  জিআার  ৪৮/২০২৫ গোসাইরহাট।
 


Side banner
Link copied!