আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যু ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলের খোলম এলাকায়, যা মাজার-ই-শরীফ শহরের কাছাকাছি। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে হঠাৎ কম্পন শুরু হলে ঘুমন্ত মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। শহরের বিভিন্ন এলাকায় ভবন, মসজিদ ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজার-ই-শরীফের কিছু অংশ ধসে পড়েছে বলেও জানা গেছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে এবং নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে, চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান — যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।
২০২৩ সালে হেরাত অঞ্চলে ৬.৩ মাত্রার একাধিক ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং ৬৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
ভূগোলবিদদের মতে, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল, কারণ দেশটির হিন্দুকুশ পর্বত এলাকায় ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ফলে সেখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।
আপনার মতামত লিখুন :