• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

শোকজের জবাব দিলেন শাহজালাল উবির প্রধান শিক্ষক


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৫১ এএম
শোকজের জবাব দিলেন শাহজালাল উবির প্রধান শিক্ষক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পুরষ্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার ঘটনায় শোকজের জবাব দিলেন হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার ।

গত ৩১ ডিসেম্বর তিন বারের সাবেক প্রধান মন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে সরকারি ছুটি ও শোক ঘোষনা করে ।   ওই দিন সরকারি নির্দেশনা অমান্য করে পুরষ্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এ ঘটনায় ওই শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। 
 
জানাযায়  রাষ্ট্রীয়ভাবে গত বুধ,বৃহস্পতি ও শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) শোক ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচীব ড.শেখ আব্দুর রশীদ গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। তন্মধ্যে  শোক পালনের কর্মসূচী হিসেবে ৩১ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষনা করা হয়।
 
সরকারের এ নির্দেশনা উপেক্ষা করে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সাধারণ ছুটির দিন ( বুধবার) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

এলাকার একাধিক ব্যাক্তিরা জানান প্রধান শিক্ষক আওয়ামীলীগের দোসর তাই তিনি ইচ্ছে করেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক ও সরকারি বন্ধ থাকার পরও তিনি বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এবং ওই প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদারের অপশারন দাবী জানান । 
 
উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির তফাদার শোকজের জবাব দিয়েছেন। আমি আরও তদন্ত কমিটি করবো, তদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । 


Side banner
Link copied!