চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পুরষ্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার ঘটনায় শোকজের জবাব দিলেন হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার ।
গত ৩১ ডিসেম্বর তিন বারের সাবেক প্রধান মন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে সরকারি ছুটি ও শোক ঘোষনা করে । ওই দিন সরকারি নির্দেশনা অমান্য করে পুরষ্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
জানাযায় রাষ্ট্রীয়ভাবে গত বুধ,বৃহস্পতি ও শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) শোক ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচীব ড.শেখ আব্দুর রশীদ গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। তন্মধ্যে শোক পালনের কর্মসূচী হিসেবে ৩১ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষনা করা হয়।
সরকারের এ নির্দেশনা উপেক্ষা করে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সাধারণ ছুটির দিন ( বুধবার) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান প্রধান শিক্ষক আওয়ামীলীগের দোসর তাই তিনি ইচ্ছে করেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক ও সরকারি বন্ধ থাকার পরও তিনি বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এবং ওই প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদারের অপশারন দাবী জানান ।
উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির তফাদার শোকজের জবাব দিয়েছেন। আমি আরও তদন্ত কমিটি করবো, তদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।
আপনার মতামত লিখুন :