• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৩২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। রাধিকা বাজার এলাকার মায়ের দোয়া নামে প্রতিষ্ঠানের মো. হেলাল মিয়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি মূল্য তালিকা না ঝুলিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল।


তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!