
গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।গ্রেপ্তাররা হলেন মো. হৃদয় (১৮), মো. মনা মিয়া (১৮), মো. রনি (২৩), মো. নবী হোসেন (২০), মো. টিটু মিয়া (২৬), মো. রানা মিয়া ওরফে বাবুল (২২), মো. বাবু মিয়া (২১), মো. আপন হোসেন (২৪), মো. অপু হোসেন সিয়াম (২৫) ও মো. হানিফ (৩২)।এই সময় তাদের কাছ থেকে চারটি চাকু, তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও পাঁচটি মোটরসাইকেলের পুরাতন চেইন জব্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, গতকাল (২৩ মে) রাতে টঙ্গীর পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব।গাজীপুরের বিভিন্ন রিসোর্ট ও পার্কে আসা পরিবার, বিশেষত নারী সদস্য রয়েছে এমন পরিবারকে হেনস্থা ও ছিনতাই করাই তাদের লক্ষ্য।রোববার রাতে তারা ডাকাতির প্রস্তুতিও নিয়েছিল উল্লেখ করে এই র্যাব কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।র্যাব কর্মকর্তা আরও জানান, রাজধানীর উত্তরা ও গাজীপুর নগরীর টঙ্গী থানা এবং পূবাইল থানা এলাকায় আধিপত্য বিস্তারকারী ‘ডেঞ্জার সেভেন গ্রুপ’, ‘কাটার গ্রুপ’, ‘হৃদয় গ্রুপ’, ‘নন স্টপ ড্যান্স গ্রুপ’ নামের বেশ কয়েকটি ‘কিশোর গ্যাং’ রয়েছে। এই গ্রুপগুলো উত্তরা এবং টঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ নানা অপরাধ করে আসছে।“তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত।”
কিশোর গ্যাং-এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে বলেও তিনি জানান।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :