• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করছে বাংলাদেশ ব্যাংক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৩:১৬ পিএম
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করছে বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি লেনদেন ও ব্যবসায়িক খরচ আরও সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ অক্টোবর) জারি করা সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, এসএমই উদ্যোক্তারা বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন। ব্যয় বহন করতে রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা যাবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।

এছাড়া ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চাইলে মনোনীত কর্মকর্তার নামে এই কার্ড পেতে পারবে, যার মাধ্যমে অনলাইনে চলতি ব্যবসায়িক খরচ সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত পরিশোধ করা যাবে। তবে বার্ষিক মোট প্রেরণ সীমা দুই মাধ্যম মিলিয়ে ৩,০০০ মার্কিন ডলারের বেশি হবে না।

শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে এসএমই উদ্যোক্তারা আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত, ঝামেলামুক্ত ও সহজভাবে করতে পারবে। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বৈদেশিক ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে।


Side banner
Link copied!