
২০০৩ সালে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল ‘গাদার: এক প্রেম কথা’। সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমাটি তখন রেকর্ড গড়েছিল। ২০ বছর পর গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে নতুন সিকুয়েল ‘গাদার ২’। ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে নির্মিত সিনেমাটিতে ইতিহাসের পুনরাবর্তন হয়েছে।
এদিকে ‘গাদার ২’ নির্মাণের ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনার কমতি ছিল না। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল টিজার আর ট্রেলার।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মুক্তির প্রথম দিনে গাদার-২ আয় করে ৪০ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৪৭.৩ কোটি। এতে প্রথম দুদিনে সানি দেওলের এ ছবিটির আয় হয়েছে ৮৭.৩ কোটি। সপ্তাহ শেষে হয়তো তা ১২০ কোটির ঘর ছুবে।
এদিকে গাদারের সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে ‘ওএমজি ২’। অক্ষয়ের ছবিটির দুদিনের আয় ১৯ কোটির থেকে সামান্য বেশি।
১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টে ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গাদার ২’। এ সিকুয়েলও তারা আর সাকিনাকে নিয়ে। পাকিস্তানের সেনার হাতে প্রেম ঘটিত কারণে বন্দি তাদের একমাত্র ছেলে জিত্তে ওরফে চরণজিৎ। আর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে আনতে পাশের দেশে ফের পা রাখে তারা সিং। এর আগের সিকুয়েলে গিয়েছিল বউকে আনতে। এবার ছেলেকে। সানি আর আমিশা ছাড়াও গাদার ২-তে আরও অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা।
আপনার মতামত লিখুন :