
সোশ্যাল মিডিয়ার সুবাদে বর্তমানে অবাধ বাকস্বাধীনতা উপভোগ করছেন নেটিজেনরা। কখনও লাগামছাড়া, বেফাঁস কথা, আবার কখনও বা কুৎসিত মন্তব্য করে বসেন এ মাধ্যমে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও নিস্তার নেই সেসব থেকে।
নেটিজেনদের এই অবাধ ‘বাকলীলা’ দেখে বেজায় বিরক্ত প্রীতি জিনতা।
নেটিজেনদের ‘সবক’ শেখানোর জন্য তিনিও ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে বেছে নিলেন সেই সোশ্যাল মিডিয়াকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী।
প্রীতি জিনতা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন? কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়।
হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতবাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।
এরপরই অভিনেত্রীর আরো সংযোজন, এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি ওকে বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি।
আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না। বুঝলেন?’
বিদেশী প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার পোস্টে অন্তত তেমন ইঙ্গিতই পাওয়া যায়।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :