• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:২৫ পিএম
লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরুতে তার শারীরিক নানা সমস্যার খবর প্রকাশ পায়, যা ভক্ত ও চলচ্চিত্র মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইলিয়াসকে দেখতে লন্ডনের হাসপাতালে গিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। রোজিনা জানিয়েছেন, তিনি ইলিয়াসের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সেপ্টেম্বরের মাঝামাঝিতে তার মেয়ের বাসায় সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি দেখেছেন, অসুস্থ হলেও ইলিয়াস মানসিকভাবে দৃঢ় আছেন। যদিও ব্রেন টিউমারের কারণে মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তিনি নামাজ নিয়মিত পড়ছেন এবং কথা বলছেন আস্তে-ধীরে।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে টার্গেট থেরাপি চলছে। রোজিনা ও চলচ্চিত্র মহল তার দ্রুত সুস্থতা কামনা করছেন।


Side banner
Link copied!