• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রাহায়ণ ১৪৩২

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:০২ পিএম
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) সদর দফতরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
 
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ বলেন, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দফতরে প্রবেশের চেষ্টা করেছিল। একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।
তিনি আরও বলেন, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।
 
নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাল্টাপাল্টি হামলার ঘটনায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
বেসামরিক আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি গত জুলাই মাসে সরকার কর্তৃক নামকরণ করা হয়। বাহিনীর সদর দফতর একটি জনাকীর্ণ এলাকায় একটি সামরিক সেনানিবাসের কাছে অবস্থিত।
 
সদর দফতরে ব্যারাক, হাসপাতাল এবং আবাসিক কোয়ার্টার রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসের অ্যাসেম্বলির মূল কম্পাউন্ডের সময় এই হামলার ঘটনা ঘটে।


Side banner
Link copied!