• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ট্রাইব্যুনালের লাইভে সাইবার হামলা, ফেসবুক পেজ পুনরুদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:০৮ পিএম
ট্রাইব্যুনালের লাইভে সাইবার হামলা, ফেসবুক পেজ পুনরুদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “লাইভ চলাকালে হঠাৎ সাইবার হামলার ঘটনা ঘটে। তবে আমাদের টেকনিক্যাল টিম দ্রুত ব্যবস্থা নিয়ে পেজটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।”

এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউশনের প্রধান তাজুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তি উপস্থাপন করবেন আগামী কার্যদিবসে। এরপর প্রসিকিউশন পক্ষ যুক্তি খণ্ডন করবে। কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে বলে ধারণা করা হচ্ছে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

চিফ প্রসিকিউটর জানান, অনলাইনে আইনি কার্যক্রমকে বিঘ্নিত করার এমন সাইবার হামলা দুঃখজনক ও নিন্দনীয়। তিনি বলেন, “আমরা বিষয়টি সাইবার ইউনিটকে জানিয়েছি, দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!