• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

দুর্নীতি ও ‘গাড়িকাণ্ডে’ জড়িত সাবেক সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:৩০ পিএম
দুর্নীতি ও ‘গাড়িকাণ্ডে’ জড়িত সাবেক সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত

দুর্নীতি ও বহুল আলোচিত ‘গাড়িকাণ্ডে’ নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা ২০১৭ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রেজাউল করিমের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে মামলা রুজু করে তাকে বরখাস্ত করা হয়। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়, “তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে প্রতীয়মান হয়েছে।” এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রেজাউল করিমের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও সম্পদ-দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিবেদনে বলা হয়, এক মামলার আলামতের গাড়ি ডিবি পুলিশের হেফাজত থেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তিনি।

তাছাড়া আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নেন রেজাউল করিম—যেখানে হাইকোর্টের বিচারপতিরা সাধারণত ৫ কাঠা প্লট পান। এছাড়া মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা জমি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন তলা বাড়ির মালিকানার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!