• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

দুর্নীতির অভিযোগে ডিপিডিসি কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০২:২৩ পিএম
দুর্নীতির অভিযোগে ডিপিডিসি কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

হুজ্জত উল্লাহ দাখিল করা সম্পদ বিবরণীতে তার ও তার স্ত্রীর নামে দুই কোটি দুই লাখ ২৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। এর মধ্যে তার নামে এক কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার কথা জানতে পেরেছে দুদক।

(ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) মো. হুজ্জত উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সেলিনা আক্তার।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও  ২৭ (১) ধারায় এ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হুজ্জত উল্লাহ দাখিল করা সম্পদ বিবরণীতে তার ও তার স্ত্রীর নামে দুই কোটি দুই লাখ ২৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। এর মধ্যে তার নামে এক কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার কথা জানতে পেরেছে দুদক।

পাশাপাশি মো. হুজ্জত উল্লাহর নিজ নামে স্থাবর-অস্থাবর খাতে আরও এক কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়াও তার স্ত্রীর নামে অবৈধভাবে এক কোটি ১৬ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২২ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে একই ধারায় মামলা করেছে দুদক।


Side banner
Link copied!