
হজ পালন করতে সৌদি আরবে যাওয়া বাংলাদেশের এক হজযাত্রীর মৃত্যু হয়েছে । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া হজযাত্রীর নাম জাহাঙ্গীর কবির। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এবারের হজে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। গত শনিবার (১১ জুন) তিনি মারা যান বলে জানা যায়।
গতকাল রবিবার (১২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ৫৯ বছর বয়সী জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর ‘অ ০১০১২২২৮’। তার গাইড ও মোনাজ্জেমের নাম মো. রফিকুল ইসলাম।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই এবারের হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ হজযাত্রী যাবেন। গত ৫ জুন থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :