• ঢাকা
  • সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রাহায়ণ ১৪৩০

রাজধানীতে বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০১:০৬ পিএম
রাজধানীতে বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি - সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে কালুনগর এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই বোনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, আহত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, জানা গেছে পারিবারিক বিষয় নিয়ে কলহে এক বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


Side banner
Link copied!