
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
রোববার রাতে প্রিয় ক্যাম্প নউতে বার্সেলোনার জার্সিতে নিজেদের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেতস ও জর্দি আলবা।
শিরোপা নিশ্চিত করার পর টানা দুই ম্যাচে হেরে যাওয়া বার্সেলোনা এ দিন মাঠে নামে জয়ের পরিকল্পনা নিয়েই। ১০ জনের মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা।
প্রথমার্ধে আনসু ফাতি জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন পায়েজ গাভিরিয়া।
৩৭ ম্যাচে ২৮ জয়ে বার্সার পয়েন্ট ৮৮। আর ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলা স্প্যানিশ এই ডিফেন্ডার আলবা ও বার্সেলোনা অধিনায়ক বুসকেতসকে দাঁড়িয়ে সম্মান জানান সমর্থকরা। প্রায় ৯০ হাজার দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন তারা।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :