
মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের কংক্রিট বা সুড়কি দিয়ে ভবন নির্মাণের পায়তারা করছেন জৈনক ঠিকাদার প্রতিষ্ঠান। ভবন নির্মাণ এর জন্য বিদ্যালয়ের মাঠে নিম্ন মানের কংক্রিট জমা করে রেখেছেন জৈনক ঠিকাদার।
এখান থেকে কিছু কংক্রিট ভবনে ব্যাবহার করা হয়েছে এবং ব্যাবহার না করার জন্য প্রতিবাদ ও করেছেন এলাকাবাসী।বাকী কংক্রিট গুলো ভবনের ফ্লোরে দেয়ার জন্য পায়তারা করছেন জৈনক ঠিকাদার।
মতলব দক্ষিণ উপজেলা ইন্জিনিয়ার জাকির হোসেন মজুমদারের সাথে আলাপ করলে বলেন, বিষয় টি আমি দেখবো।
আরও বিস্তারিত থাকছে পরবর্তী সংবাদে-
আপনার মতামত লিখুন :