• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৪:৫৬ পিএম
ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ১০ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (১৯মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অনাস্থা প্রস্তাব ইউনিয়ন পরিষদের সদস্যরা জমা দেন। তারা অভিযোগ করেন, চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কোনো সভা হয়নি। তিনি সদস্যদের সঙ্গে  কোনো ধরনের সমন্বয় ও পরামর্শ ছাড়াই মনগড়া পরিষদ চালাচ্ছেন। প্রতি অর্থবছরে ইউনিয়ন পরিষদের প্রায় ২০ লাখ টাকা ট্যাক্স উত্তোলন করে সরকারের কোষাগারে ৪ লাখ টাকা জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ, জন্মনিববন্ধন ও ট্রেড লাইসেন্সের টাকার হিসাব না থাকাসহ ৪টি অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে  অনাস্থা দিয়েছেন। বিভিন্ন সনদ দিতে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায়, সরকারি সম্পদ আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করিয়ে অর্থ উত্তোলন ও আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের আয়ের টাকা অ্যাকাউন্টে জমা না করে ইউপি চেয়ারম্যানের নিজে ব্যয় করার অভিযোগও করেছেন তারা। তার বিরুদ্ধে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও সুদের ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপসহ অসংখ্য অভিযোগ ছিল, এখনও আছে। 
ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আব্দুল খালেক বলেন, চেয়ারম্যানের শ্বশুর সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য হওয়ায় তিনি সদস্যদের সাথে আসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি করায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


Side banner
Link copied!