• ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

মতলব দক্ষিণে ব্রাহ্মণ সংসদের আহবায়ক কমিটি গঠন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:১০ পিএম
মতলব দক্ষিণে ব্রাহ্মণ সংসদের আহবায়ক কমিটি গঠন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । সভায় সকলের উপস্থিতি ও সম্মতিতে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের সাক্ষরে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় । 

 

গত ১৩ সেপ্টেম্বর বিকালে মতলব ঐতিহ্যবাহী জগন্নাথ দেব মন্দিরে সুভাষ চন্দ্র আচার্য্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ব্রাম্মন সংসদের আহবায়ক গোপাল চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বাবুল চক্রবর্তী, সদস্য প্রনয় চক্রবর্তী, মতলব উত্তর উপজেলা ব্রাম্মন সংসদের সাধারন সম্পাদক শ্রী কৃষ্ণ চক্রবর্তী, এ সময় মতলব দক্ষিণ উপজেলার সম্মানিত সকল ব্রাহ্মণ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিনয় চক্রবর্তীর প্রস্তাবে বিধান চক্রবর্তী সমর্থনে সমীর ভট্টাচার্যকে আহ্বায় ও কাঞ্চন চক্রবর্তীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটিতে যারা আছেন তারা হলেন যুগ্ম আহবায়ক বিনয় চক্রবর্তী, সম্মানিত সদস্য অমল চক্রবর্তী, বিধান চক্রবর্তী, উত্তম চক্রবর্তী, সাধন চক্রবর্তী, শিপুল গোস্বামী, সুমন চক্রবর্তী, দুলাল আচার্য, ননীগোপাল চক্রবর্তী, শুভ চক্রবর্তী । 

 

এ সময় উপস্থিত ছিলেন মতলবের সুপরিচিত তরুন পাঠক সঞ্জয় চক্রবর্তী, সুষন ভট্টাচার্য, রুপন ভট্টাচার্য্য, অনিক ভট্টাচার্য্য সহ মতলবের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা । 

 

নব নির্বাচিত কমিটির আহবায়ক সমির ভট্টাচার্য্য জেলা কমিটির নেতৃবৃন্দ ও মতলবের সকল ব্রাহ্মণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন ।


Side banner
Link copied!