
নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক ক্যাশিয়ার মোঃ সোলাইমান শামীম এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।
সূত্র মতে, তিনি ২০১৩ সালের ২১ অক্টোবর নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন। যোগদানের পর থেকেই এক যুগেরও বেশি সময় একই কর্মস্থলে থেকে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতা-কর্মী ও ঠিকাদারদের সহযোগিতায় সরকারি অর্থ লেনদেনে ব্যাপক অনিয়ম চালিয়ে আসেন। অভিযোগ রয়েছে, নিয়মনীতি উপেক্ষা করে তিনি নিজের স্বার্থে ইচ্ছেমতো কার্যক্রম পরিচালনা করেছেন এবং এ সময়ে উল্লেখযোগ্য সম্পদশালী হয়েছেন।
দীর্ঘদিন একই পদে থেকে তিনি নানাভাবে আর্থিক প্রভাব বিস্তার করেন। ঠিকাদারি কাজের বিল প্রদানে জটিলতা সৃষ্টি, অতিরিক্ত অর্থ দাবি এবং সরকারি কাগজপত্র জটিল করে তোলা ছিল তাঁর নিয়মিত কৌশল। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষসহ কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন।
তবে সম্প্রতি বদলির মাধ্যমে তিনি গাজীপুরে যোগদান করেছেন। কিন্তু নরসিংদীতে থাকাকালে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো এখনো বহুল আলোচিত। সচেতন মহল মনে করছেন, সোলাইমান শামীমের কর্মকাণ্ডের স্বচ্ছ তদন্ত হলে সরকারি অর্থ লোপাট ও অনিয়মের চাঞ্চল্যকর চিত্র বেরিয়ে আসবে।
আপনার মতামত লিখুন :