• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

আওয়ামী লীগের দোসর নাজির জামাল উদ্দীনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ !


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:০৬ পিএম
আওয়ামী লীগের দোসর নাজির জামাল উদ্দীনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ !

চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নাজির (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) মোহাম্মদ জামাল উদ্দীনের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ নিয়ে সুপ্রিম কোর্টের আটজন আইনজীবী দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকে জমা দেওয়া অভিযোগে আইনজীবীরা জামাল উদ্দীনের ব্যাংক হিসাব জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরুর দাবি জানান।

অভিযোগকারী আইনজীবীরা হলেন— এম. শফিকুল ইসলাম, আজিমুদ্দিন পাটোয়ারী, ইয়াছিন আলফাজ, মহি উদ্দীন, নাদিম মাহমুদ, সৈয়দ ওয়াহিদ, সাইফুল্লাহ খালেদ ও শামীম পাটোয়ারী।

অভিযোগ অনুযায়ী, মাত্র ৩০ হাজার টাকা বেতনের এই তৃতীয় শ্রেণির কর্মচারী বর্তমানে নগরীর কোর্ট রোডে দেড় কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করছেন। তার নামে–বেনামে অন্তত ৩৫ থেকে ৪০ কোটি টাকার স্থাবর–অস্থাবর সম্পদ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট ব্যবসা, এলপিজি গ্যাস এজেন্সি, একাধিক প্লট–ফ্ল্যাট ও জমিজমা।

জানা যায়, ২০১৯ সালের ১ অক্টোবর সাবেক আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী মহলের আশ্রয়ে জেলা প্রশাসনের নাজির পদে বহাল হন জামাল উদ্দীন। এরপর থেকেই তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলেন। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতেও এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


অভিযোগকারীরা বলেন, জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে জামাল উদ্দীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ইটভাটা থেকে মাসোহারা আদায় করতেন। এছাড়া বদলি বাণিজ্যেও তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।

গত বছর দুদক চট্টগ্রামের ছয়টি ভূমি অফিসে চিঠি পাঠিয়ে জামাল উদ্দীন ও তার পরিবারের নামে সম্পদের তথ্য চাইলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আইনজীবীরা বলেন, “এখনই কার্যকর তদন্ত ও ব্যবস্থা না নিলে প্রশাসনের প্রতি জনআস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।”


Side banner
Link copied!