হবিগঞ্জ শহরতলীর দক্ষিণ তেঘরিয়া খেয়াঘাট এলাকায় খোয়াই নদীর বেরী বাঁধের কিছু অংশ পূর্বে স্থাপিত সিসি ব্লকসহ ধ্বসে গেছে নদী গর্ভে।
নদী ভাঙ্গনের ভয়ে আতংক ছড়িয়ে পরেছে পুরো এলকাবাসীর মাঝে।
২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতের মূলধারার বৃষ্টি ঝরলে আকস্মীক উক্ত বাঁধ ধ্বসে নদী গর্ভে বিলিয়ন হয়ে যায়। তনে স্থানীয়দের দাবী তুলছেন নিয়ম বর্হিভুতভাবে নদী থেকে বালু উত্তোলনের প্রভাবে নদীর গভীরতা অতি মাত্রায় বৃদ্ধি হয়ায় বাঁধ ধ্বসে যাওয়ার অন্যতম কারন।
উল্লেখিত স্থানটি ভয়াবহ ডেঞ্জার পয়েন্টে রূপ ধারন করায় ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পরেছে।
তাছাড়া উজান থেকে আসা পানির শ্রুত সরাসরি উক্ত স্থনে ধাক্কা দেয়। ফলে
বৃষ্টি হলে পানি বৃদ্ধির সাথে সাথে উক্ত স্থানে বাঁধ ভাঙ্গনের তীব্র আশংকা করছেন এলাকাবাসী।
উক্ত স্থানে ভাঙ্গন দিলে তেঘরিয়া, নাজিরপুর,পশ্চিম পাড়া, এড়ালিয়া,বারাপইল উত্তর পইল কাকিয়ারাব্দা, গোবিন্দপুর, মজলিশপুর, আউড়া, রামনগর, টঙ্গিরঘাটসহ প্রায় ২০ টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়বে। বানের পানিতে তলিয়ে যাবে রোপা আমনসহ বিস্তৃর্ন এলাকার ফসলের মাঠ ।
তাছাড়া প্রাণহানিসহ ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। অপুরনীয় ক্ষতির গ্রাস থেকে রক্ষায় সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড এখনি নজর দিতে স্থানীয় লোকজন জোর দাবী জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন :