• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


FavIcon
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৯:৩৫ এএম
চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ রোকন উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, পুলিশ ও দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধের ঘটনায় রোকন নিহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলা এলাকার একটি বাঁশবাগানে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুটি রামদা উদ্ধারের দাবি করেছে পুলিশ।রোকন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকির ছেলে। পুলিশের দাবি, রোকন শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর নামে দামুড়হুদা মডেল থানাসহ আশপাশের থানায় মাদক, চোরাচালান, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।দামুড়হুদা মডেল থানার পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকার করিম মণ্ডলের বাঁশবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে মাদক ব্যবসায়ীরা পিছু হটেন। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এলাকাবাসী গুলিবিদ্ধ ব্যক্তিকে রোকন বলে শনাক্ত করেন।পুলিশ জানায়, গুলিবিদ্ধ রোকনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Side banner
Link copied!