চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের তত্ত্বাবধনে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মদের সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের আইসিডিডিআরবি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মোঃ আলি আহাম্মদ বেপারীর ছেলে মোঃ হাছান (২৯) কে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় । পরে আসামী হাসানকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন আসামী হাসানকে ১৫০ পিছ ইয়াবাসহ আটক করে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান আরো জোরদার করা হবে ।
 
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
আপনার মতামত লিখুন :