• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৯ ইউনিট তৎপর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:৪০ পিএম
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৯ ইউনিট তৎপর

ঢাকার আশুলিয়ায় সোমবার দুপুরে পলমল গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা লিমা খানম জানান, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে ৯টি ফায়ার সার্ভিস ইউনিট তৎপর রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করছে। এছাড়া, কোনো হতাহতের তথ্যও এখনও প্রকাশ করা হয়নি।

ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আশেপাশের এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


Side banner
Link copied!