• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা ধ্বংস, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:৪৬ পিএম
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা ধ্বংস, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি গোপন আস্তানা খুঁজে পেয়েছে। সোমবার ভোর আনুমানিক ৫টায় পরিচালিত এই অভিযানে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল ত্যাগ করেন।

সেনাবাহিনী জানায়, অভিযানের সময় উদ্ধার হয়েছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি রাউন্ড অ্যামুনিশন, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি। ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও স্কুলগামী শিশুদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করলেও সেনাবাহিনী দ্রুত কার্যক্রম পরিচালনা করেছে।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই ধরনের সশস্ত্র দলের কার্যক্রম নিয়মিতভাবে প্রতিরোধ করা হচ্ছে। পালিয়ে যাওয়া ইউপিডিএফ সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, এলাকায় নিরাপত্তা বজায় রাখা এবং সব জাতিগোষ্ঠীর নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


Side banner
Link copied!