• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

হবিগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৪:০৪ পিএম
হবিগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সোয়া ৯টায় শহরের  বিয়াম ল্যাবরেটরি স্কুলের জয়নাল আবেদীন হলরুরমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ডা. মুখলিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, ও ডা. আমিনুর রশিদ সরকার, তত্ত্বাবধায়ক হবিগঞ্জ সদর হাসপাতালসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনের পর ৯ মাস থেকে ১৫ বছর বয়েসী শিশুদের টিকাদান শুরু হয়। অভিভাবকদের অংশগ্রহণে টিকাকেন্দ্র গুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
এ কর্মসূচির আওতায় ৪ লাখ ৫০ হাজার ৫০১ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে শিক্ষার্থী ২ লাখ ৬৩ হাজার ৫০৫ জন এবং অশিক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার ৯৯৬ জন।
মোট ২,৭১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১,৯০৫টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে, যা চলবে  ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।
 


Side banner
Link copied!