• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনার সাংবাদিকরা হারানো অধিকার পুনরুদ্ধার করবে”—রকিবুল ইসলাম


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:৪০ পিএম
নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনার সাংবাদিকরা হারানো অধিকার পুনরুদ্ধার করবে”—রকিবুল ইসলাম

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি নেমে এসেছিল; অথচ এসব অন্যায়ের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলার সাহসও অনেকে পাননি।

বুধবার (১৯ নভেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবে এমইউজে খুলনার নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি আরও বলেন—
“রাজনীতিবিদদের ভুল-ত্রুটি চিহ্নিত করতে সাংবাদিকরা গঠনমূলক লেখনির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর সাংবাদিকদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ে শক্তিশালী, সক্রিয় ও গতিশীল নেতৃত্ব অপরিহার্য। আমি বিশ্বাস করি, এমইউজে খুলনার নতুন নেতৃত্বের হাত ধরে স্থানীয় সাংবাদিকরা তাদের হারানো অধিকার ফিরে পাবেন। একই সঙ্গে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনটি নতুন গতিতে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম। পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর।

এসময় বক্তব্য রাখেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক নির্বাহী সদস্য ও নির্বাচন কমিশনের সদস্য এইচ.এম. আলাউদ্দিন,খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক,খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল,খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনের সদস্য মিজানুর রহমান মিলটন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়

সহ-সভাপতি মো. নূরুজ্জামান,কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি,নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে.এম. জিয়াউস সাদাত । এ ছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের ঐক্যই দুঃশাসনের পতনকে ত্বরান্বিত করেছে। মতের পার্থক্য থাকতেই পারে—এটাই স্বাভাবিক। কিন্তু দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো ফ্যাসিবাদই মাথা তুলতে পারবে না।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন—“সাংবাদিক সমাজের যে কোনো ন্যায্য দাবি-দাওয়া ও সংকটে আমি পাশে থাকবো। প্রেসক্লাব ও এমইউজের গঠনমূলক সব কর্মকাণ্ডে আপনাদের একজন হয়ে কাজ করবো।”


Side banner
Link copied!