• ঢাকা
  • শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ভারতে ‘বাংলাদেশি সন্দেহে’ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫১ পিএম
ভারতে ‘বাংলাদেশি সন্দেহে’ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি সন্দেহে এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা।

গত বুধবার (২১ জানুয়ারি) রাতে ওই যুবককে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্জুরের বাড়ি উত্তর ২৪ পরগণার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন।
 
দীর্ঘদিন সেখানে বসবাস করায় স্থানীয় অনেকেই তাকে চিনতেন। তবুও সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি তাকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল বলে পরিবারের অভিযোগ।
 
নিহতের স্বজনরা জানিয়েছেন, হত্যার আগে তাকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। কোনোভাবে পরিবার ৬ হাজার রুপি জোগাড়ও করেছিল। কিন্তু পরদিন বুধবার তারা জানতে পারেন, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।
 
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের আগে মঞ্জুরকে প্রথমে ‘বাংলাদেশি’ আখ্যা দেয়া হয় এবং পরে একটি চুরির মামলায় জড়িয়ে তাকে মারধর করে হত্যা করা হয়—এমন তথ্য পরিবারের সদস্যরা পরে জানতে পারেন।
 
এ ঘটনায় মঞ্জুরের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অবিলম্বে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।


Side banner
Link copied!