• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রাহায়ণ ১৪৩২

দাখিল মাদরাসায় কমিটি গঠন নিয়ে বিস্তর অভিযোগ, স্বচ্ছতার দাবিত স্থানীয়দের


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:০৮ এএম
দাখিল মাদরাসায় কমিটি গঠন নিয়ে বিস্তর অভিযোগ, স্বচ্ছতার দাবিত স্থানীয়দের

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে শালুয়াভিটা দাখিল মাদরাসায় অনিয়মতান্ত্রিক ও গোপনীয়তায় ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে সোমবার (২৪ নভেম্বর ) নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছোনগাছা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

মাদরাসা সুত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকালে মাদরাসায় ম্যানেজিং কমিটির ভোট অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটি গঠনে প্রতিষ্ঠাতা সদস্য ১ জন,দাতা সদস্য ১ জন,শিক্ষক প্রতিনিধি ৩ জন ও অভিভাবক সদস্য ৫ জনসহ ১০ সদস্য ভোটে অংশ গ্রহন করেন। ১০ ভোটের মধ্যে ৩ ভোট পান সাইফুল ইসলাম ও ৭ ভোটে বিজয়ী হন স্থানীয় একটি মসজিদের ইমাম মো.রবিউল ইসলাম।
এর আগে ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষনা না করে অলিখিক ভাবে কমিটি গঠনে প্রক্রিয়া করা হয়। এতে 
থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছোনগাছা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এটিএন নিউজের সাংবাদিক ফেরদৌস হাসান প্রার্থীতা ঘোষনা করেন। 
সাংবাদিক ফেরদৌস হাসান সভাপতির  প্রার্থীতা মৌখিকভাবে প্রত্যহারের বিষয়টি মাদরাসা সুপারকে জানান।
এদিকে ২৩ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারন করা হলে তরিঘড়ি করে নির্বাচনের দিন সাংবাদিক ফেরদৌস হাসান এর পরিবর্তে শিক্ষক প্রতিনিধিদের মনোনিত প্রার্থী  ইমাম মো. রবিউল ইসলামকে প্রার্থীতা ঘোষনা করেন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইফুল ইসলাম বিজয় হতে না পারেন।

অধ্যক্ষ সাইফুল ইসলামকে পরাজিত করতে  নির্বাচন সম্পন্ন করা হয় যা অনিয়মতান্ত্রিক বলে দাবী করেন এলাকাবাসি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনের আহবায়ক জহুরুল ইসলাম ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সদস্য নির্বাচনের বিষয়ে অভিযোগ করে বলেন -অভিভাবক সদস্য গঠনে সকল অভিভাবকদের মধ্যে প্রচার প্রচারণার মাধ্যমে অবগত করে সবার সম্মতিক্রমে অভিভাবক সদস্য নির্বাচন করার বিধান রয়েছে। 
কিন্তু মাদরাসার একটি স্বার্থমহল একক সিদ্ধান্তের আলোকে অনিয়মতান্ত্রিকভাবে ৫ জন অভিভাবক সদস্য নির্বাচনে ভোটে অংশ গ্রহন করতে ষড়যন্ত্রের ছক আঁকা হয়। 
খোকশাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান  খোকা ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন মারুফ জানান -ঐতিহ্যবাহী শালুয়াভিটা দাখিল মাদরাসায় ম্যানেজিং কমিটি গঠনে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত না করে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ম্যানেজিং কমিটিতে স্থান না করে  মনগড়া কমিটি গঠন করা হয়।

ঐতিহ্যবাহী শালুয়াভিটা দাখিল মাদরাসার নবনির্বাচিত অনিয়মতান্ত্রিক অবৈধ কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবী জানান শালুয়াভিটা গ্রামের সচেতন মহল।
এ বিষয়ে অধ্যক্ষ সাইফুল ইসলাম ভোটের সিটে স্বাক্ষর না করে নির্বাচন অনিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মর্মে নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয় মৌ. রবিউল ইসলাম বলেন - আমি নির্বাচনের দিন প্রার্থীতা ঘোষনা করি।

স্থানীয়দের অভিযোগ সুপার মৌ. জাকির হোসেন একটি দলীয় ব্যানারে রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। তাই অন্য দলের কাউকে ম্যানেজিং কমিটিতে স্থান না দিয়ে অপকৌশলে নিজদলের মনোনিত ব্যক্তিকে অবৈধভাবে নির্বাচিত করলেন। এতে তার প্রতিষ্ঠানে দলীয় সংখ্যাগরিষ্টতা বৃদ্ধি পায়। 
অভিযোগের  বিষয়ে সুপার মৌ. জাকির হোসেন বলেন -অভিযোগ দিলে দিতে পারে এ বিষয়ে আমার কোন মতামত নাই।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!