রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটের কারণ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটির মেরামত কাজ চলছে। তবে মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় মহানগরী এলাকায় মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।
বার্তায় আরও বলা হয়, গ্যাসের স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কারিগরি টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :