• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:১৯ এএম
সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই

সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক  ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক রফিকুল আলম খান আর নেই। 
রবিবার ( ১১ জানুয়ারী ) দুপুর সাড়ে ১২টার সময় তিনি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃতকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই শফিকুলনআলম জানান মরহুম রফিকুল আলম খানের জানাজা নামাজ রবিবার বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে ।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আর এক সাবেক আহবায়ক সিনিয়র  সাংবাদিক মো. আব্দুল কুদ্দুস জানান,রফিকুল  আলম খান মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজসেবক ছিলেন। তিনি সাহসী ও মেধাবী সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ,বাংলাদেশ বেতার,দৈনিক প্রথম আলো ও দৈনিক আমার দেশ পত্রিকায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না শোক বার্তায় জানিয়েছেন, রফিকুল আলম খানের ইন্তেকালে,সিরাজগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিকতা ও মানবাধিকার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন  মুক্তিযুদ্ধের সংগঠক,একজন নির্ভীক, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক, তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একই সঙ্গে মহান আল্লাহপাক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই গভীর শোকের সময়ে ধৈর্য  ধারন করার আহবান জানিয়েছেন।


Side banner
Link copied!