
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ আদালত চত্বরে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।
মির্জা মোস্তফা জামান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারে কাজ করছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি রাজনৈতিক নীতি নয়, এটি জনগণের মুক্তি এবং দেশের গঠনমূলক সংস্কারের রূপরেখা। ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।
তিনি আরও যোগ করেন,এই ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও প্রশাসন সব ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা চাই জনগণ যেন এই রূপরেখা জানে, বুঝে, এবং নিজের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যত গড়ে তোলে।
লিফলেট বিতরণকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বহু বিজ্ঞ আইনজীবী, সহকারী আইনজীবী এবং সাধারণ মানুষ। তাঁরা বিএনপির এই গণমুখী উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে এমন রূপরেখা আজ সময়ের দাবি।
আদালত চত্বর ছিল এক প্রকার উৎসবমুখর পরিবেশে ভরপুর। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ,জেলা বিএনপি’র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু,নির্বাহী কমিটির সদস্য আসলাম উদ্দিন,ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু,সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার,সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল ও ফরহাদ হোসেন,বিএনপি নেতা আশরাফুল ইসলাম,পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার ও সদস্য সোহেল রানা হামিদ,পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ,যুবনেতা ওলি, সুরুজ্জামান,মহিলা দলের নেত্রী কলি ও সীমা খাতুন,শ্রমিক নেতা নাঈম, গোলাপ, মির্জা দুলাল ও মির্জা হাফিজসহ অনেকে।
দিনব্যাপী এই কর্মসূচি সিরাজগঞ্জ আদালত চত্বরে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনগণের প্রতি দলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :