বর্তমান অর্ন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারন করতে চাই। যদি জনগন গণভোটে হ্যা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে আর দেশ সর্বগ্রাসী ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি বলেন সংবিধানের কোন মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার গনভোট দিয়ে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। আমরা সবাই নিরপেক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্সা পাহাড়া দেয়ার জন্য জনগনের প্রতি আহ্বান জানান।
তিনি সোমবার দুপুরে হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরনের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন, জেলা নিবার্চন অফিসার আনোয়র মাহমুদ, সহ প্রশাসনের উর্ধতনকর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :