কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ইয়াবা, স্বর্ণের বার ও টাকাসহ নুরুল আলম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৩২ হাজার ইয়াবা, ৫৭ ভরি ওজনের চারটি স্বর্ণের বার ও নগদ সাড়ে চার লাখ টাকা জব্দ করা হয়।বুধবার (৯ জুন) দুপুরে কক্সবাজার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র্যাবের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য জানান।আটক নুরুল উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার মৃত নজির আহমদের ছেলে।উইং কমান্ডার আজিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ৯টায় র্যাব দক্ষিণ ডেইলপাড়ায় মঞ্জুর আহমদের দোকানের সামনে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নুরুল আলমকে একটি ব্যাগসহ গ্রেফতার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ইয়াবা, চারটি স্বর্ণের বার ও নগদ সাড়ে চার লাখ টাকা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পৃথক আইনে মামলার পর জব্দকৃত ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ গ্রেফতার মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
আপনার মতামত লিখুন :