• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০১:৫৪ পিএম
নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নোয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রকৌশলী সাইফুল ইসলাম  যোগদানের কয়েক মাস পর থেকেই এই অফিসে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের প্রভাব বিস্তার শুরু করেন। তিনি নির্দিষ্ট কিছু ঠিকাদারের সঙ্গে সখ্যতা গড়ে তুলে পুরো দপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

গত ২০২৩-২৪ অর্থবছরে জনস্বাস্থ্য অধিদপ্তরের মোট সাতটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ পাওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে, প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়ম করে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। এর বিনিময়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ আরও রয়েছে, ২০২৪ সালের বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বরাদ্দ হওয়া দুই কোটি টাকার বেশিরভাগই ভুয়া কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করেন তিনি। একইসঙ্গে কাজ পাওয়া ঠিকাদারদের কাছ থেকে বিল অনুমোদনের সময় ‘পিসি মানি’ নামে মোট বিলের ৫ শতাংশ ঘুষ হিসেবে কেটে রাখেন।

এভাবে প্রতিটি প্রকল্প থেকেই নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


Side banner
Link copied!