• ঢাকা
  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাদি হত্যা: মূল আসামিরা চিহ্নিত হওয়ার আগেই ভারতে পালিয়ে যায় -ডিএমপি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:০৮ পিএম
হাদি হত্যা: মূল আসামিরা চিহ্নিত হওয়ার আগেই ভারতে পালিয়ে যায় -ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামিরা চিহ্নিত হওয়ার আগেই ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের পুলিশ।
 
মো. নজরুল ইসলাম বলেন, এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্র ও পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে পারবো।
 
তবে, হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
 
গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।


Side banner
Link copied!