• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

শরীয়তপুরে জামাত-বিএনপরি মধ্যে সংর্ঘষ, ছাপা খানা ভাংচুর ,লুটপাট, আহত-২০ জন


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম
শরীয়তপুরে  জামাত-বিএনপরি মধ্যে সংর্ঘষ, ছাপা খানা ভাংচুর ,লুটপাট,  আহত-২০ জন

শরীয়তপুরে ফেইসবুকে না ভোটের স্ট্যাটাস কে কন্দ্রে করে বিএনপি জামাতের সমর্থকদেও মধ্যে সংর্ঘষ হয়। এসময় অন্তত ২০ জন গুরতর আহত হয়েছে। এ সময় বিএনপির নেতা কর্মীরা জামায়াত নেতার ছাপা খানায় ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। আহতদরে নড়িয়া উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজশ্বের ইউনিয়নরে জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জামাত নেতা মিজানুর রহমান ও ভোজেশ্বর পুলশি ফাঁড়ির ইনচাজ জানান, আজ মঙ্গল বার দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় জামাত কর্মীরা নির্বাচনী প্রচার প্রচারনা শেষে বর্ণতরী প্রিট্রিং প্রেস নামে একটি ছাপাখায় বিশ্রাম নিচ্ছিল । এ সময় -বিএনপির সমর্থকরা গন ভোটে হ্যাঁ না কে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংর্ঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন মারাত্মক আহত হয়। এ সময় বিএনপির নেতা কর্মীরা জামায়াত নেতার ছাপা খানায় ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের নড়িয়া উপজেলা হাসপাতাল ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তিকরা হয়। এ সংঘর্ষকে কেন্দ্র করে শরীতপুর-২ নড়িয়া -সখপিুর আসনরে ভোটারদরে মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন জামাতরে আহত ব্যক্তিরা হলনে,শাহ আলম মিয়া (৩০),মিজানুর রহমান (৩৮), জাকির সিকদার(৫০), ওবায়দুল্লাহ (৫০), কাহেদ নজরুল ইসলাম (২৭) এবং বিএনপরি আহত ব্যক্তিরা হলনে সবুজ মাদবর(৪০),নাসির খান (৩৬), মিজানুর রহমান শিকদার(৩৩)। এ ব্যাপারে জামাত ইসলামী মনোনিত প্রার্থী বিকালে জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। 

এ ব্যাপারে জেলা জামাতে ইসলামীর নায়েবে আমির, কে এম মকবুল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীদের উপর বিএনপির লোকজন অন্যায় ভাবে হামলা করেছে। 

শরীয়তপুর জেলা ছাত্র দলের আহবায় জাকির হোসেন হাওলাদার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত কর্মীরা আমাদের কর্মীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে। এ কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

এ ব্যাপরে ভোজেশ্বর পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন , ফেইসবুকে না ভোটের স্ট্যাটার্স কেন্দ্র করে বিএনপি ও জামাতে ইসলামীর সাথে মারা মারি হয়েছে। এখন ও মামলা হয়নি।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!