• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসরায়েল থেকে প্রাণে বেঁচে ফিরলেন অভিনেত্রী নুসরাত


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৭:৫৪ পিএম
ইসরায়েল থেকে প্রাণে বেঁচে ফিরলেন অভিনেত্রী নুসরাত
ছবি - সংগৃহীত

অবশেষে ইসরায়েল থেকে নিজ দেশ ভারতে ফিরলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। রোববার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে তাকে।এদিন ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এছাড়াও একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার জন্য গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত।শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আক্রমণ করলে এতে ৪০০ জনেরও বেশি নাগরিক নিহত হন। আহত হন কয়েক হাজার নাগরিক। দেশটিতে যখন হামলা চলে সেই সময় নুসরাতের ব্যাপারে জানানো হয়, হামলার কারণে আটকা পড়েছেন তিনি। কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না।এরপর রোববার সকালে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এক সদস্য জানান, দূতাবাসের সহায়তায় ভারতের উদ্দেশে একটি ফ্লাইটে উঠতে পেরেছেন নুসরাত। তিনি নিরাপদে রয়েছেন।এদিন দুপুর ২টার দিকে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে অভিনেত্রীকে বহন করা ফ্লাইটটি। তাকে বেশ ভীতু ও আতঙ্ক অবস্থায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। যদিও অভিনেত্রী ইসরায়েলে কোথায়, কীভাবে ছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার জন্য ইসরায়েল যান নুসরাত ভারুচা। শনিবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এতে ইসরায়েল পাল্টা ফিলিস্তিনের গাজায় হামলা চালানো শুরু করে। আর এই পরিস্থিতিতে বিপাকে পড়েন অভিনেত্রী নুসরাত।


Side banner
Link copied!