• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

৫০০ কোটি আয় করে নতুন রেকর্ড ‘স্ত্রী ২’


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ১১:২০ পিএম
৫০০ কোটি আয় করে নতুন রেকর্ড ‘স্ত্রী ২’

গত ১৪ আগস্ট মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে অমর কৌশিকের ছবি ‘স্ত্রী ২’। এবার ভাঙল এস এস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী ২’-এর রেকর্ডও। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দুর্দান্ত ব্যবসা করছে হরর-কমেডি ঘরানার ছবিটি। তৃতীয় উইকেন্ডের আয়ের হিসাবে এটি সাত বছরের রেকর্ড ভেঙেছে, পেছনে ফেলেছে ‘বাহুবলী ২’ সিনেমাকে।
ভারতের সিনেমা–বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের তথ্যমতে, ছবিটি তৃতীয় উইকেন্ডে এসেছে ৪৮ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে ‘স্ত্রী ২’।

এটা গত শুক্র, শনি ও রোববারের হিসাব। এর আগে ‘বাহুবলী ২’ তৃতীয় সপ্তাহান্তে এসে ২২ কোটি ১০ লাখ রুপি আয় করেছিল। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিস থেকে ৫০২ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

এর আগে প্রথম সপ্তাহে আয়ের নিরিখে সেরা পাঁচ হিন্দি ছবির তালিকায় ‘স্ত্রী ২’-এর নাম উঠে আসে। প্রথম নারীপ্রধান ছবি হিসেবে সেরা পাঁচের মধ্যে স্থান পেয়েছে ছবিটি। শ্রদ্ধার এই ছবির আগে আছে ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘অ্যানিমেল’।

‘স্ত্রী ২’-এর অবস্থান এখন চতুর্থ। এত দিন এই স্থান দখল করে ছিল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদার ২’। ‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করেছে। ১৪ আগস্ট মুক্তির প্রথম দিনেই ছবিটি ৫১ কোটি ৮০ লাখ আয় করে।

‘স্ত্রী ২’ ছবির পরিচালনা, হাস্যরস, গল্প, সংগীত, সংলাপ, ভিএফএক্স সবকিছুই দুর্দান্ত। তার ওপর রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত অভিনয়ে মুগ্ধ সবাই। ছবিতে এই চার অভিনেতার তুলনায় শ্রদ্ধার উপস্থিতি নেহাতই কম। কিন্তু তারপরও এই ভৌতিক-হাসির ছবির সফলতার সিংহভাগ কৃতিত্ব সবাই শ্রদ্ধাকেই দিচ্ছেন।


Side banner
Link copied!