
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় করা মামলায় ভাগ্নে গোলাম রাব্বানী খান তাজ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিন তাকে আদালতে হাজির করা হয়।এরপর তাজ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক কফিল উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
এর আগে গতকাল রবিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে ঝালকাঠি সদর থানাধীন আশিয়ান গগণ ১ নং ওয়ার্ড তালুকদার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ৯ মে পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়।ওইদিন রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই বোন খুনের রহস্য উদঘাটনে পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
এতে দেখা যায়, ৯ মে বেলা তিনটার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ।পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় ভিকটিম মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :