• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শেষ, রায় ২৭ মে


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১২:৫২ পিএম
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শেষ, রায় ২৭ মে

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। ২৭ মে এ বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে, মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় ৬ মে, এবং পরবর্তী শুনানির জন্য ৮ মে নির্ধারণ করা হয়েছিল।

মামলার নথিপত্র অনুযায়ী, মুক্তিযুদ্ধকালীন রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল আজহারুল ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড, এবং আরও দুটি অভিযোগে যথাক্রমে ২৫ বছর ও ৫ বছর করে কারাদণ্ড প্রদান করে।

পরবর্তীতে, ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় আংশিক পরিবর্তন করে অভিযোগ নম্বর ২, ৩, ৪ ও ৬-এর সাজা বহাল রাখে এবং অভিযোগ নম্বর ৫ থেকে খালাস দেয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় ২০২০ সালের ১৫ মার্চ। এরপর একই বছরের ১৯ জুলাই আজহারুল ইসলাম রিভিউ আবেদন করেন, যাতে ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে, ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য পূর্ণাঙ্গ শুনানির অনুমতি দেয়।

এই মামলায় আসামিপক্ষে ছিলেন প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

দীর্ঘ প্রায় এক দশক ধরে চলমান এই মামলার চূড়ান্ত রায় ঘোষিত হতে যাচ্ছে আগামী ২৭ মে। এ রায় শুধু একজন ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


Side banner
Link copied!