• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে (রিক) এর শ্রদ্ধাঞ্জলি


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৬:২২ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে (রিক) এর শ্রদ্ধাঞ্জলি
ছবি - সংগৃহীত

শরীয়তপুরে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর পরিবারের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ১৭ মার্চ ২০২৩ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় শরীয়তপুর সদর পৌরসভার নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন রিক এর প্রধান কার্যালয় হতে জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে দীর্ঘ পথ প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে সমাপ্ত করে। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালিতে অংশগ্রহণ করেন রিক এর ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এবং শরীয়তপুর জেলার এরিয়া ম্যানেজার মোহাম্মদ খায়রুজ্জামান ও রিকের পরিচালনায় নগর মাতৃ স্বাস্থ্য কেন্দ্রের ফাইন্যান্স কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। র‍্যালি শেষে ফরিদপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান এদেশের মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে। আজ জাতির পিতার কারণেই স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি এবং একটি স্বাধীন পতাকা পেয়েছি, যা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তানের পরাধীনতার শোষণের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। যার কারণে আজ আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি এবং স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারছি। বঙ্গবন্ধুর জন্মদিনে, স্মরণ করে বলতে চাই আল্লাহ তাআলা বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা নগর মাতৃ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে একটা পর্যন্ত ৮০ জন শিশুকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
 


Side banner
Link copied!