• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট শনিবার থেকে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৪:১৩ পিএম
ঈদের ট্রেনের অগ্রিম টিকিট শনিবার থেকে
ছবি - সংগৃহীত

আগে ঈদের সময়ে পাঁচ দিন আগের অগ্রিম টিকিট কাটার সুযোগ থাকলেও এ বছর ঈদযাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট নিতে পারবেন যাত্রীরা। 
এরই ধারাবাহিকতায় আগামী ১ এপ্রিল (শনিবার) থেকে ঈদের অগ্রিম এই টিকিট কেনা যাবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রেলওয়ের এই কর্মকর্তা বলেন, আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট কেনা যেত, এখন ১০ দিনেরটা কেনা যাবে। এই টিকিট কাউন্টার ও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।
আগামী ৭ এপ্রিল থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট ইস্যু করা হবে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এ বিষয়ে শরিফুল আলম বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এ আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭-৩০ এপ্রিল শুধুমাত্র অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।
টিকিট কেনার জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই করে রেজিস্ট্রেশন করতে হবে।
 


Side banner
Link copied!