• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ আটক ৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০১:২৬ পিএম
সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ আটক ৩

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। 

আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে এই তিনজনকে আটক করা হয়।জানা যায়, মঙ্গলবার রাতে শেরকোল ইউনিয়নের রাণীনগর স্লুইসগেট এলাকা থেকে দুইটি ট্রাক ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে পৌঁছলে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।

এ সময় ধানের মালিক আবু বক্কর ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

ধানের মালিক আবু বক্কর বলেন, 'ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। রাতেই থানায় মামলা করেছি।'সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, 'চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে।রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।'


Side banner
Link copied!