• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে ঘূর্ণিঝড়ে মাদ্রাসার বেহাল দশা


FavIcon
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ:
প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৭:২৩ পিএম
বাউফলে ঘূর্ণিঝড়ে মাদ্রাসার বেহাল দশা
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বাউফল উপজেলাধীন সিংহেরকাঠী কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসা ঘূর্ণিঝড়ের কবলে চূর্ণ-বিচূর্ণ হয়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।  
গতকাল (রবিবার)  দিন দুপুর  ২টার দিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারনে এ ঘটনাটি ঘটে।  
মাদ্রাসার সুপার মোঃ আবু ইউসুফ বলেন আমাদের মাদ্রাসাটিতে ১ম থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে আমরা চলে যাই।বন্যার কবল থেকে অল্পের জন্য ছাত্র-ছাত্রী সহ আমরা প্রাণে বেঁচে যাই। ২ টার দিকে আমাকে জানায় মাদ্রাসাটি সম্পূর্ণভাবে ঘূর্ণিঝড়ের কারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে মাদ্রাসা দুটি কক্ষ এবং মসজিদটি পড়ে যায়।যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ থেকে ১৫লক্ষ টাকা। আমরা সরকারি ভাবে কোনো আর্থিক সহযোগিতা না পেলে মাদ্রাসাটি পুনঃনির্মাণ করা সম্ভব হবে না।


Side banner
Link copied!