• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাফার্জহোলসিম বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


FavIcon
মীর মোঃ আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ):
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ১০:১৬ পিএম
লাফার্জহোলসিম বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

লাফার্জহোলসিম বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার (৫জুন) দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে কোম্পানির ছাতক, মেঘনা এবং মোংলা প্ল্যান্টে এ দিবস উদযাপন করা হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধি করা।

 

জানাযায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনব্যাপীকোম্পানির ছাতক, মেঘনা এবং মোংলা প্ল্যান্টের কর্মীদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্যাপন করা শুরু হয়। এসময় পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা, প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো ও করনীয় সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বৃক্ষ রোপণ করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ছিল ছাতক প্ল্যান্টে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং স্কুলের আশেপাশের মাঠ থেকে পরিত্যাক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ কার্যক্রম। কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল এর ব্যানারে এই উদ্যোগ গ্রহন করা হয়। সংগৃহীত প্লাস্টিকগুলো জিওসাইকেল পদ্ধতি’র মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর বাইরে কোম্পানির কর্মীদের বাচ্চাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। 


Side banner
Link copied!