• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নারায়ণপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৮:৫৭ পিএম
নারায়ণপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন
ছবি: সংগৃহীত

মতলব দক্ষিণে নারায়ণপুর জেনারেল হাসপাতাল (প্রাঃ) এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে হাসপাতাল মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

 

আলোচনা সভায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এম এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। 

 

হাসপাতালের পরিচালক জমির হোসেন পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ প্রমুখ।

 

এসময় আরও বক্তব্য রাখেন, হাসপাতাল ভবনের মালিক মিঞা মোঃ মামুন, যুবলীগ নেতা মোঃ রাসেল প্রধান, পল্লী চিকিৎসক লিটন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, আওয়ামী লীগ নেতা ফারুক পাটোয়ারী, এম রেজোয়ান বাদল, যুবলীগ নেতা জয়নাল হাজারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াসউদ্দিন মজুমদার, হাসপাতালের পরিচালক আল আমিন, আবু আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম সোহেল, মিজানুর রহমান, মফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ তুহিনসহ নারায়ণপুর বাজারের পল্লী চিকিৎসকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!