• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন জহির সরকার


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ১০:২২ পিএম
দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন জহির সরকার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ জহির সরকার। ২৯ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসনাতের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান প্রধানের পরিচালনায় সকল ভোটারদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে জহির সরকারকে সভাপতি নির্বাচিত করা হয়েছেন। 

 

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল ফরাজী, সত্যবান গোলদার, মাকসুদ আলম পাটোয়ারী, মোঃ আবুল খায়ের, সংরক্ষিত মহিলা সদস্য ডেসমিন বেগম শিক্ষক প্রতিনিধি অমৃত লাল বিশ্বাস, মোঃ শাহাদাত হোসেন, রূপালী রানী ঘোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নব নির্বাচিত সভাপতি মোঃ জহির সরকার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন । 


Side banner
Link copied!