
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহাজাহান খান। গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এক সভায় প্রস্তাব ও সমর্থনে বিনা প্রতিদ্বন্ধীতায় এলাকার সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ শাহাজাহান খানকে নির্বাচিত করা হয়।
উক্ত সভাপতি নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করে মতলব দক্ষিণ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল হাসানাত।
এসময় বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য শাহাজালাল পাটওয়ারীর প্রস্তাবে সাধারণ অভিভাবক সদস্য নজরুল ইসলাম বালির সমর্থনে অন্যান্য সকল সদস্য একাত্বতা প্রকাশ করে মোঃ শাহাজাহান খানকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমেদ বাদল মাস্টার, চাঁদপুর জজ কোর্টের সার্ভে কমিশনার মোঃ মিজানূর চৌধুরী, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মিজানুর খান, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম
এর আগে কমিটির দাতা সদস্য পদে মোঃ নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য পদে মোঃ খোরশেদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আছমা বেগম, সাধারণ শিক্ষক সদস্য পদে মোহাম্মদ লোকমান হোসেন পাটওয়ারী, মোঃ শাহআলম প্রধানীয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মনি রানী চক্রবর্তী, সাধারণ অভিভাবক সদস্য পদে মোঃ নজরুল ইসলাম বালি,শাহাজালাল পাটওয়ারী, মোঃ ছায়েদ খান ও মোঃ মনির হোসেন নির্বাচিত হয়েছেন।
এদিকে নব-নির্বাচিত সভাপতি মোঃ শাহাজাহান খান সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :