• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে চোরাকারবারি গুলিবিদ্ধ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ১১:২১ এএম
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে চোরাকারবারি গুলিবিদ্ধ
ছবি - সংগৃহীত

পঞ্চগড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু পাঁচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরোক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিবুর রহমান ছুটু (৩২) নামে এক বাংলাদেশি চোরাকারবারি যুবক গুলিবিদ্ধ হয়েছে। 
শনিবার (২ ডিসেম্বর) গভির রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। রোববার (৩ ডিসেম্বর) সকালে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হাবিবুর রহমান ছুটু বোদা উপজেলার নুরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছো, বড় শশী সীমান্ত এলাকায় ভারত থেকে গরু পাচার করতে গেলে বিএসএফ তাকে লক্ষ করে গুলি ছুড়ে। এ সময় একটি গুলি তার বাম পায়ের উরুতে লাগলে আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে বিজিবি উদ্ধার করে থানা পুলিশের সহায়তায় রোববার (৩ ডিসেম্বর) ভোর সকালে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


Side banner
Link copied!